জান্নাতুন নাঈম : বাংলাদেশের শাহবাজপুর এবং ভারতের মহিশশ্মান এলাকার মধ্যে বন্ধ হয়ে যাওয়া রেললাইন পুনরায় চালু করার জন্য আলোচনা শুরু হয়েছে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত দুই দেশের ডেপুটি কমিশনারদের মধ্যে ৩দিনব্যাপি এক সম্মেলনে এ বিষয়ে আলোচনা হয়।
ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ জেলার মহিশশ্মান থেকে বাংলাদেশের শাহবাজপুর হয়ে কুলাউরা পর্যন্ত রেল চলাচল ১৯৬৫ সালে পর্যন্ত চালু ছিল। ভারত-চীন যুদ্ধের পর থেকে এটি বন্ধ হয়ে যায়।
ভারত সীমান্তের পার্শ্ববর্তী কুলাউড়া-শাহবাজপুুর রেললাইনের নকশা ও নির্মাণ কাজ বাবদ এর আগে বাংলাদেশ রেলওয়ে ভারতের বালাজি রেলরোড সিস্টেম লিমিটেডের সাথে ২০০ মিলিয়ন রুপির চুক্তি করে।
আশা করা হচ্ছে ২০১৭ সাল নাগাদ ৫১.৩ কিলোমিটার মিটারগেজ রেল লাইন পুনরায় চালু করা হবে।
এ কাজে ভারতের কেন্দ্রীয় সরকার লাইন অব ক্রেডিটে ৫.৭৫ মিলিয়ন রুপি অর্থ প্রদান করে। আপাতত রেল লাইনটি মিটার গেজেই থাকবে। তবে নদীতীর এবং ব্রিজগুলো আরো ব্যবহারযোগ্য করার জন্য নতুন করে নির্মাণ করা হবে।
বৈঠকে দুই দেশের ডিসিদের মধ্যে রেল লাইন ইস্যু ছাড়াও সীমান্ত হাটের বিষয়েও আলোচনা হয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া