প্রকাশ : ১৫ডিসেম্বর ২০১৫, ১২ : ০৫ এ. এম
নিউজ ডেস্ক : বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বন্ধ করার পর আবার খুলে দেয়া হয়েছে।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম টুইটার, স্কাইপ ও ইমো থুলে দেযার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার রাত থেকে বাংলাদেশে টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ রাখার জন্য সব মোবাইল ফোন অপারেটর এবং ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিটিআরসি।
তবে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলছেন, শুরু থেকেই আমরা বলছিলাম যে জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অস্থায়ীভাবে এসব যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছিল। এখন সরকার দেখতে পাচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে – আর এরই ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেয়া হয়েছে।
টুইটার বন্ধ করার ২৪ ঘন্টা পার না হতেই আবার খুলে দেয়াতে সরকারের কোন ‘সিদ্ধান্তহীনতা’ প্রকাশ পায় নি বলে মত প্রকাশ করেন তারানা হালিম।
তিনি জানান, এ ব্যাপারে বিটিআরসির চেয়ারম্যানের সাথে তার কথা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত ঘটনা হলো – ভাইবারে কিছু ‘লিকেজ’ হচ্ছে বলে তিনি একটি ইমেইল পাঠিয়ে ইন্টারনেট সেবাপ্রদানকারীদের মনে করিয়ে দিয়েছিলেন যে ফেসবুক খুলে দেয়া হলেও অন্যান্য যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।
“এ বিষয়টিই ভুলভাবে সংবাদমাধ্যমে এসেছে। টুইটার বন্ধ করার নতুন কোন নির্দেশনা দেয়া হয় নি”- বলেন তিনি। সুত্র : বিবিসি বাংলা ওয়াল্ড সার্ভিস।